গুয়াহাটি, ২ ফেব্রুয়ারি : রাজ্যের রাজধানী গুয়াহাটিতে অভিযান চালিয়ে গাঁজা ও চুরির মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার রাতে গুয়াহাটি মহানগরীর বশিষ্ঠ থানার পুলিশের এক দল অভিযান চালিয়ে হাফিজা খাতুন (৩৫) নামের এক মহিলার ঘরে তালাশি চালিয়ে ৬৮৫ গ্ৰাম গাঁজা এবং একটি চুরির মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছে। অন্য এক অভিযানে পানবাজার থানার সিজিডিপি-র এক দল দেব তায়ে (২৪) নামের এক যুবকের হেফাজত থেকে উদ্ধার করেছে একটি চুরির স্যামসাং অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট। এর সঙ্গে দেব তায়েকে গ্রেফতার করেছে পানবাজার থানার পুলিশ।