Game

6 hours ago

Australia to tour West Indies: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর জুনে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফর

Australia to tour West Indies (Symbolic picture)
Australia to tour West Indies (Symbolic picture)

 

সেন্ট জনস, ৬ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বুধবার ঘোষণা করেছে যে অস্ট্রেলিয়া জুন এবং জুলাই মাসে ৩ টেস্ট এবং ৫টি টি-২০ সিরিজের জন্য ক্যারিবিয়ান সফর করবে। ২০১৫ সালের পর অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট সফর হবে এটি।

ফ্রাঙ্ক ওরেল ট্রফি সিরিজের প্রথম টেস্টটি ২৫ জুন থেকে বার্বাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টটি ৩ জুলাই গ্রেনাডার সেন্ট জর্জে এবং তৃতীয় টেস্টটি ১২ জুলাই জ্যামাইকার কিংস্টনে শুরু হওয়ার কথা। ২০ ও ২২ জুলাই কিংস্টনের সাবিনা পার্কে প্রথম দুটি টি-২০ অনুষ্ঠিত হবে, বাকি ৩ টি ২৫, ২৬ ও ২৮ জুলাই সেন্ট কিটসের বাসেটেরেতে অনুষ্ঠিত হবে।ওয়েস্ট ইন্ডিজ দল গতবার ফ্রাঙ্ক ওরেল ট্রফি সিরিজ আয়োজনের পর থেকে অস্ট্রেলিয়ায় ৩ টি টেস্ট সফরে গেছে।

You might also like!