কলকাতা ও ঢাকা, ২৭ জানুয়ারি : বাংলাদেশের সাভারের বোট ক্লাবে গিয়ে মদ্যপানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় অভিনেত্রী পরিমণি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ পরিমণির জামিন মঞ্জুর করেন। একই আদালত রবিবার অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাই তিনি সোমবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।