West Bengal

5 hours ago

Uluberia Accident: উলুবেড়িয়ায় বাইকে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু, আহত স্বামী ও মেয়ে

Uluberia Accident
Uluberia Accident

 

উলুবেড়িয়া, ২ নভেম্বর : হাওড়ার উলুবেড়িয়ায় মোটরবাইকে ধাক্কা মারল বেপরোয়া একটি ডাম্পার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাইকে থাকা এক মহিলার। আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার পানপুর মোড় এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা দত্ত (৩৮) । বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। যদিও তিনি হাওড়ার লিলুয়ায় থাকতেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্বামী ও মেয়ে।

জানা গিয়েছে, এদিন সকালে স্ত্রী সীমা এবং মেয়েকে নিয়ে বাইকে চেপে লিলুয়া থেকে ঝাড়গ্রামের পথে যাচ্ছিলেন মাধব দত্ত। সকাল ছ’টা নাগাদ উলুবেড়িয়া পানপুর মোড়ের কাছে কোলাঘাটগামী একটি ডাম্পার তাঁদের বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনজনই মাটিতে ছিটকে পড়ে যান। সীমাদেবীর মাথার ওপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম হন মাধববাবু এবং তাঁর মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ট্র্যাফিক পুলিশের কর্মীরা। জখমদের উদ্ধার করে পাঠানো হয়েছে উলুবেড়িয়া মেডিকেল কলেজে। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক। এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।

You might also like!