
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:স্ত্রী সুনীতা আহুজা কুলপুরোহিতকে সরাসরি 'চোর' বলে আখ্যা দেন এবং দাবি করেন যে তিনি গোবিন্দর থেকে 'লক্ষ লক্ষ টাকা' নেন। এই অপ্রয়োজনীয় মন্তব্যের জন্য বিব্রত গোবিন্দকে অবশেষে জনসমক্ষে ক্ষমা চাইতে হলো। অভিনেতা এর আগেও জানিয়েছিলেন, সুনীতা ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় এমন কিছু বলে ফেলেন যা বিতর্কের জন্ম দেয়।
সম্প্রতি সুনীতা এক পডতাস্টে এসে বলেন, ‘‘আমাদের বাড়িতে আমাদের যে পুরোহিত আসেন, তাঁকে গোবিন্দ চোখ বন্ধ করে বিশ্বাস করেন। তিনি আসেন, পুজো করেন আর তাঁর পুজো করা মানেই দু’লক্ষ টাকা তাঁকে দক্ষিণা দিতে হয়। আমি ওকে অনেকবার বলেছি, এ সবের কোনও প্রয়োজন নেই। যত সব চোর লোক। এরা সব বোকা বানায় গোবিন্দকে। এভাবে টাকা নষ্ট কোরো না। ও আমাকে এক টাকা দেয় না, পুজোপাঠে ফালতু টাকা নষ্ট করে। আমার মনে হয়, নিজেই ঈশ্বরের পুজো করা সম্ভব। আমি তো তা-ই করি।’’
এর পর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো দিয়ে গোবিন্দ বলেন, ‘‘আমার আদরের স্ত্রী সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের কুলপুরোহিত মুকেশ শুক্লকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আমি এর প্রতিবাদ জানাই। মুকেশ শুক্ল আমারই পরিবারের একজন। উনি আমার পরিবারের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। উত্তরপ্রদেশের অত্যন্ত জ্ঞানী পরিবারের মানুষ। বড্ড সরল উনি। অনেক উপকার পেয়েছি। আমি তাঁকে ভীষণভাবে শ্রদ্ধা করি। সুনীতার এই মন্তব্যকে সমর্থন করছি না।”
