Country

5 hours ago

Cyclone Montha: ঘূর্ণিঝড় মন্থা মোকাবিলায় একাধিক রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা প্রশাসনের

Cyclone Montha
Cyclone Montha

 

বিশাখাপত্তনম, ২৮ অক্টোবর : বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে মন্থা। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ সে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়বে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই অন্ধ্র ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু রাজ্যের দুর্যোগ মোকাবিলা বিভাগকে সতর্ক করেছেন। তিনি জরুরি বৈঠক করে প্রশাসনকে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু ও ছত্তিশগড়ে- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোট ২২টি দল মোতায়েন করেছে। শুধু অন্ধ্রপ্রদেশেই ১,৪১৯টি গ্রাম ও ৪৪টি শহরে ঝড়ের প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। উপকূলবর্তী বাসিন্দাদের ঘরে থাকতে ও প্রয়োজনে ত্রাণশিবিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র এখন উত্তাল। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং পর্যটকদের জন্য সৈকতগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ওড়িশা সরকারও দক্ষিণাঞ্চলের আটটি জেলায় 'লাল সতর্কতা' জারি করেছে এবং ওইসব এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে প্রশাসনের উদ্যোগে।

You might also like!