বার্সিলোনা, ৩ ফেব্রুয়ারি : অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে অবনমন অঞ্চলের দল আলাভেসকে হারিয়ে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ৬১-তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান লেভানদোভস্কি। এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হল ২১ ম্যাচে ১৮টি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।
এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল। ৭ পয়েন্টের ব্যবধান নেমে এলো ৪ পয়েন্টে। ২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে আছে। আর ২২ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া আলাভেস ২১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।