দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা। এর আগের সপ্তাহেই শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। বিচারক জানিয়েছেন, সাজা সঞ্জয় রায়ই পাবেন, তবে কি সাজা সেটা সোমবার অর্থাৎ আজই জানা যাবে।
শিয়ালদহ কোর্ট চত্বরে আজ সকাল থেকেই কড়া নিরাপত্তা। প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, আদালত চত্বরে ত্রিস্তরীয় গার্ডরেল স্থাপন করা হয়েছে। সংলগ্ন স্থানগুলিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এছাড়া, আদালতের সামনে ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রায় ৩০০ জন কনস্টেবল, ২ জন ডিসি, ৫ জন এসি, ১৪ জন ইন্সপেক্টর, ৩১ জন এসআই, ৩৯ জন এএসআই এবং ৮০ জন মহিলা পুলিশ মিলে একটি বিশাল নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে।
প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ কোর্টে যাওয়ার পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। ইতিমধ্যেই এজলাসে তোলা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে।সঞ্জয়ের পরিবার সম্পর্কে বিচারক প্রশ্ন করছেন। বিচারক সিবিআই-এর সঙ্গেও কথা বলছেন। উপস্থিত আছেন নির্জাতিতার বাবা-মা। আর একটু পরেই বিচারক অনির্বাণ দাস এই অপরাধের সাজা ঘোষণা করবেন। সঞ্জয় রায়কে আরজি কর মেডিক্যাল কলেজের খুন ও ধর্ষণের মামলায় তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে, সঞ্জয়কে—বিএনএস ৬৪, ৬৬ ও ১০৩(১) নম্বর ধারায়। একটির মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড, অন্যটিতে আমৃত্যু কারাদণ্ড এবং একটি ধারায় মৃত্যুদণ্ড হতে পারে, যা সর্বোচ্চ সাজা হতে পারে। এখন দেখার সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর বিচারক ঠিক কোন সাজাটা ঘোষণা করবেন,যাবজ্জীবন কারাদণ্ড নাকি আমৃত্যু কারাদণ্ড?