
কলকাতা, ১২ ডিসেম্বর : দক্ষিণ কলকাতার বাঘাযতীনের রামগড় বাজারে ভয়াবহ আগুন। পুড়ে গিয়েছে প্রায় ৪০টি দোকান। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বাঘাযতীনের রামগড় বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা স্থানীয়দের নজরে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
