kolkata

5 hours ago

Dilip Ghosh: নাম পরিবর্তনের ঘটনা ঘটতেই থাকে, মনরেগা প্রসঙ্গে দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৮ ডিসেম্বর : মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম-জি করার প্রস্তাবকে ঘিরে এখন সরগরম দেশের রাজনীতি। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "প্ল্যানিং কমিশনও বদলানো হয়েছে। কিন্তু নামে কী আছে? নাম পরিবর্তনের ঘটনা ঘটতেই থাকে। দেশের বেশ কিছু শহর ও স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। প্রয়োজন অনুসারে প্রকল্পগুলির নামও পরিবর্তন করা হয়। কিন্তু তাঁরা (বিরোধীরা) প্রকল্পে করা বেশ কিছু পরিবর্তনের বিরোধিতা করছে। তাঁরা নাম পরিবর্তনের কথা বলছে, কিন্তু এর কোনও লাভ হচ্ছে না। ৪০ শতাংশ তহবিল রাজ্য সরকারকে দিতে হবে। শ্রমিকদের তাঁদের অর্থ দিতে হবে। এগুলি সবই তাঁদের জন্য সমস্যা, তাই তাঁরা বিরোধিতা করছে। কেবল এমন পরিবর্তন আনা হচ্ছে যা সমাজ এবং দেশের উপকারে আসবে।"

তিনি আরও বলেন, "মহাত্মা গান্ধীর জন্য তৃণমূল কংগ্রেস কী করেছে? যা করার ছিল তা প্রধানমন্ত্রী মোদী, এনডিএ সরকার করেছে। কেবল মহাত্মা গান্ধী নন, প্রধানমন্ত্রী মোদী আম্বেদকরজি, সর্দার বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষ বোস এবং দেশের সকল মহান ব্যক্তিত্বের জন্য কাজ করেছেন।"

You might also like!