সিডনি, ৫ ফেব্রুয়ারি : মিচেল মার্শ চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দলে নির্বাচিত হননি। এরপর চোটের কারণে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের খেলার সম্ভাবনাও প্রায় নেই। বড় শঙ্কা আছে জশ হইজেলউডকে নিয়েও। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে ধাক্কার পর ধাক্কা অস্ট্রেলিয়া দলে।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কিছুদিন আগে পর্যন্ত অধিনায়ক প্যাট কামিন্স-এর দলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু এখন তিনি আর আশা করছেন না।এখন তিনি বলছেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।
ম্যাকডোনাল্ড বলেছেন,"স্টিভ শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। কেরিয়ার জুড়ে ওয়ানডেতে আগেও দারুণ কাজ করেছে সে। তাঁদের দুজনের মধ্যে থেকেই চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক বেছে নেওয়া হবে।”