শ্রীনগর, ২৭ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে এখনও হিমাঙ্কের নীচেই রয়েছে তাপমাত্রা। আগামী কিছু দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। সোমবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীর এই মুহূর্তে 'চিল্লাই কালান'-এর অধীনে রয়েছে। যা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ জানুয়ারি পর্যন্ত শীতের পাশাপাশি ঠান্ডাও থাকবে। ২৯ জানুয়ারি রাত থেকে সোমবার সকালের মধ্যে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এরপর ৩১ জানুয়ারি আংশিক মেঘলা থাকবে আকাশ।