Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

West Bengal

5 months ago

Sabitri Met an Accident: মানিকচকে অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক সাবিত্রী মিত্র

MLA Sabitri Met
MLA Sabitri Met

 

মালদা, ২ ফেব্রুয়ারি : মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র শনিবার রাতে দুর্ঘটনা থেকে বাঁচলেন। রাত ১১টার দিকে মানিকচক রাজ্য সড়কের ধরমপুরের কাছে তাঁর গাড়িকে সামনে থেকে ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। তবে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়।

সাবিত্রী মিত্রের গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে তাঁদের অনুসরণ করতে থাকে। এই পরিস্থিতিতে বিধায়ক জনবসতিপূর্ণ এলাকায় গাড়ি থামিয়ে পুলিশে খবর দেন। ইতিমধ্যে পুলিশ সন্দেহজনক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। বিধায়ক বলেন, রাতের অন্ধকারে হঠাৎ করে একটি গাড়ি আমাদের গাড়িকে ধাক্কা মারতে উদ্যত হয় এবং পরে আমাদের অনুসরণ করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং সন্দেহজনক গাড়িটির সন্ধানে তল্লাশি চলছে।


You might also like!