মালদা, ২ ফেব্রুয়ারি : মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র শনিবার রাতে দুর্ঘটনা থেকে বাঁচলেন। রাত ১১টার দিকে মানিকচক রাজ্য সড়কের ধরমপুরের কাছে তাঁর গাড়িকে সামনে থেকে ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। তবে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়।
সাবিত্রী মিত্রের গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে তাঁদের অনুসরণ করতে থাকে। এই পরিস্থিতিতে বিধায়ক জনবসতিপূর্ণ এলাকায় গাড়ি থামিয়ে পুলিশে খবর দেন। ইতিমধ্যে পুলিশ সন্দেহজনক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। বিধায়ক বলেন, রাতের অন্ধকারে হঠাৎ করে একটি গাড়ি আমাদের গাড়িকে ধাক্কা মারতে উদ্যত হয় এবং পরে আমাদের অনুসরণ করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং সন্দেহজনক গাড়িটির সন্ধানে তল্লাশি চলছে।