দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজনৈতিক কর্মসূচি না থাকলেও কলকাতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সৌজন্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে তিনি মমতাকে শুভেচ্ছা জানান। মোদি বলেন, "নমস্কার, ভালো থাকবেন।" গত দু'মাসে তিনবার রাজ্যে রাজনৈতিক সফরে এসে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করলেও, এবারের কর্মসূচিতে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। এমনকি, কলকাতায় রাজভবনে রাত্রিযাপন করলেও বিজেপির কোনো নেতা বা মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে বিদায় নেওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। প্রথা অনুযায়ী, বিমানে ওঠার আগে তিনি দলীয় সহকর্মী ও রাজ্যের ‘প্রোটোকল মন্ত্রী’ সুজিত বসুকে নমস্কার জানান। সেই সময়ই মোদি সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ বার্তা পাঠান।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘নমস্কার’ জানিয়ে ‘ভালো থাকবেন’ বলে দিতে বলেছেন। সুজিত বসু আরও জানান, তিনি মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালন করেছেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা যথাসময়ে তাকে জানিয়ে দিয়েছেন।
সোমবার কলকাতায় ফোর্ট উইলিয়ামে ষোড়শ কম্বাইনড কমান্ডার কনফারেন্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি দু’বছর অন্তর আয়োজিত এই সম্মেলন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ স্তরের আলোচনা, পরিকল্পনার মঞ্চ। এবারের সম্মেলনের বিষয়বস্তু ভারতের সশস্ত্রবাহিনীর সংস্কার, রূপান্তর এবং পরিবর্তন। তিনদিন ধরে ভারতীয় সেনার লক্ষা এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সেনা কমান্ডারদের উদ্দেশে ভাষণ দেবেন। ১৭ সেপ্টেম্বর সম্মেলনে বক্তব্য রাখবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা।