Game

10 months ago

Neymar: পেলের ১০ নম্বর জার্সি পেলেন নেইমার

Neymar
Neymar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   শৈশবে সান্তোসের ক্লাব থেকে নেইমারের উত্থান শুরু হয়েছিল ১৮ নম্বর জার্সি গায়ে। পরে ১১ নম্বর জার্সিও পরেছিলেন। ৩২ বছর বয়সে আবারও এই ক্লাবে ফিরে পেলেন বিখ্যাত ১০ নম্বর জার্সি। রাতে সাও পাওলোয় ৩ ঘন্টার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নেইমারের হাতে ১০ নম্বর জার্সি তুলে দিয়েছেন সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো।

এই জার্সির উত্তরাধিকার হওয়ার আগে পেলের উদ্দেশ্যে সর্বোচ্চ সম্মান জানাতে ‍ভোলেননি নেইমার। সান্তোসের ফেসবুক পেজে ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে পেলেকে নিয়ে নেইমার বলেছেন, 'এই ১০ নম্বর জার্সি পবিত্র জার্সি। এই জার্সি গায়ে চাপানো আমার জন্য সম্মানের। আপনার উত্তরাধিকারের সম্মান রাখতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি।’


You might also like!