দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্যার্থীর ভিড়। ১৪৪ বছরের অপেক্ষা শেষে আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র প্রয়াগরাজ। কোটি কোটি পুণ্যার্থী ভিড় করছেন প্রয়াগরাজে। ৪৫ দিনের মহাকুম্ভে ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়তে পারে। এই মহাকুম্ভের সময় মহাকাশ থেকে কেমন দেখতে হয়প্রয়াগরাজের এই স্থানকে? মহাকুম্ভের সময় মহাকাশ থেকে সেখানকার ছবি প্রকাশ করল জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভ মেলায় গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পুণ্যার্থীদের থাকার জন্য দেড় লক্ষ অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে। ৩ হাজার রান্নাঘর রয়েছে। সেজে উঠেছে প্রয়াগরাজ। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে মেলা প্রাঙ্গণে। সমগ্র বিশ্বের কাছে এই মুহূর্তের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রয়াগরাজ ঘিরে কতটা উৎসাহ তা নাসার পোস্ট থেকেই বোঝা যায়। বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবি। মহাকাশ থেকে তোলা মকাকুম্ভের সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহাকাশচারী ডন পেটি লেখেন, 'আইএসএস থেকে কুম্ভ মেলা ২০২৫। বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ তার স্বমহিমায় আলোকজ্জ্বল হয়ে আছে।'
উল্লেখ্য, ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছেন মহাকাশচারী। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ছবিগুলি। একজন নেটিজেনের কথায়, 'আকাশে যেমন আমরা সুপারনোভা দেখি যা লক্ষ্য লক্ষ্য তারার সমাবেশ, মহাকাশ থেকে এটিকে পৃথিবীর সুপারনোভা মনে হচ্ছে।' আরেক নেটিজেনের কথায়, বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ হিসাবে পরিচিত এই সমাবেশটি দেখিয়েছে বিবিধের মাঝে মিলন মহান এখানেই সম্ভব।
উল্লেখ্য, ৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে এই কুম্ভমেলা। ৪৫ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট ৭ হাজার কোটি টাকা। ২০১৯ সালে উত্তরপ্রদেশ সরকার 'অর্ধ কুম্ভমেলা' আয়োজন করেছিল। সেই মেলায় ২৪ কোটি ভক্তের সমাগম হয়েছিল। আর রাজ্যের লাভ হয়েছিল ১.২ লক্ষ কোটি। আর এবারে যোগী সরকার এই কুম্ভ মেলার জন্য ৪৫ দিন ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবস্থা জারি রাখা নিশ্চিত করেছে। সেই বাবদ ৪০০ কোটি টাকা বিনিয়োগও করেছে। ১৮২ কিলোমিটার হাই-টেনশন লাইন,৪০ হাজার রিচার্জেবল বাল্ব, ২৭০০টি সিসি ক্যামেরাও বসিয়েছে।