Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

West Bengal

5 months ago

Mamata Banerjee: আইসিডিএস-এর মেয়েদের মুঠোফোন দেওয়া নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

মালদা, ২১ জানুয়ারি : সোমবারের মত মঙ্গলবারও রাজ্যের আইসিডিএস-এর মেয়েদের মুঠোফোন দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাক্রেডিটেড সোস্যাল হেল্থ অ্যাকটিভিস্ট অর্থাৎ ‘আশা’-র এবং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস)-এর মেয়েরা, এলাকায় ঘরে ঘরে কাজ করেন৷ মুখ্যমন্ত্রী মঙ্গলবার সভায় বলেন, আগে ‘আশা’-র জন্য আমরা করছিলাম, মুঠোফোনের নির্দেশ দেওয়া হয়েছে। আইসিডিএস-এর জন্যও করা হবে৷ টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা হাতে একটা করে ফোন পাবেন৷ এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে প্রশাসনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন৷ মা-বোনদের সম্মান রক্ষা করবেন৷ বোনদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনওরকম অসংগতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন৷ সোমবার মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'স্মার্ট ফোন থাকলে, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে, নিজেদের তৈরি করতে পারে। আশা কর্মীদের ফোন দেওয়া হয়েছে। আইসিডিএস-কে যদি না দেওয়া হয়ে থাকে, তাঁদেরও করে দেওয়া উচিত। যাঁরা পাননি, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন'।


You might also like!