kolkata

2 hours ago

Firhad Hakim: জলমগ্ন চেতলায় জঞ্জাল পরিষ্কারে ফিরহাদ হাকিম, স্মরণ করালেন ৭৮ সালের ভয়াবহতা!

Firhad Hakim on the road to remove water
Firhad Hakim on the road to remove water

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, রাস্তাঘাট জলের নিচে ডুবে। জলনিকাশি নিয়ে হিমশিম খাচ্ছে পুরসভা। এই পরিস্থিতির মধ্যে চেতলায় জল সরানোর কাজে রাস্তায় নেমে জঞ্জাল পরিষ্কার করতে দেখা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি জানান, “৭৮ সালের পর এমন প্রবল বৃষ্টি দেখিনি।” একই সঙ্গে আশ্বাস দেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনের তরফে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। 

মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ পুরসভায় ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন। বেলা ১২ টা নাগাদ চেতলায় দেখা যায় তাঁকে। রাস্তার পাশের ছোট নর্দমায় পড়ে থাকা প্লাস্টিক, বোতল নিজের হাতে সরান তিনি। সেই সময়ই গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন তিনি। বলেন, “আমাদের এই ক্যানালের জল যায় গঙ্গায়। আমি গঙ্গায় গিয়েছিলাম সকালে। প্রতিবেশী রাজ্য থেকেও জল আসছে, গঙ্গা ভরে রয়েছে। ফলে ক্যানাল থেকে জল গঙ্গায় গেলেও সেটা ফিরে আসছে। সেটাই সব থেকে বড় সমস্যা।”

এরপরই ফিরহাদ বলেন, এমন বৃষ্টি কয়েকবছরে দেখেছেন তাঁর মনে পড়ে না। ৭৮ সালের বন্যার কথা উল্লেখ করে বলেন, সম্ভবত তার পর আর এত বৃষ্টি হয়নি। তবে কলকাতা পুরসভা পরিস্থিতি দ্রুত মোকাবিলার চেষ্টা করছে। তবে ফের বৃষ্টি হলে কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিরহাদ। উল্লেখ্য, ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে গভীর নিম্নচাপের কারণে কলকাতায় মাত্র ২৪ ঘণ্টায় ৩৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তিন দিনের মধ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭২১ মিলিমিটার, যা কলকাতা ও দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

You might also like!