Country

2 days ago

Alka Lamba: কেজরিওয়ালের সাহস থাকলে ঘোষণা করুন, তিনি ইন্ডি জোট ছাড়ছেন : অলকা লাম্বা

Alka Lamba
Alka Lamba

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। শনিবার দিল্লির কালকাজি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের সাহস থাকলে ঘোষণা করুন, তিনি ইন্ডি জোট ছাড়ছেন।"

অলকা লাম্বা বলেছেন, "কংগ্রেস ১০০ জন সাংসদ নিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল হলেন তিনি যিনি বিজেপিকে ৭টি আসন দিয়েছেন। আপনি (অরবিন্দ কেজরিওয়াল) লোকসভা নির্বাচনের সময় আমাদের সামনে জোটের জন্য ভিক্ষা চেয়েছিলেন। দিল্লিতে ৭টি আসনের জন্য আপনার দলের সঙ্গে জোট করে কংগ্রেস সবচেয়ে বড় ভুল করেছে। এর জন্য কংগ্রেসকে বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে।"


You might also like!