লাতেহার, ২ ডিসেম্বর : ঝাড়খণ্ডের লাতেহার জেলার কুসমাহি রেল স্টেশন চত্বরের সাইডিংয়ে দাঁড়িয়ে থাকা দু'টি কয়লা বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে, আগুনের লেলিহান শিখায় ট্রাক দু'টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা ট্রাক দু'টিকে থামিয়ে, চালকের ফোন ছিনিয়ে নেয়। এরপর ট্রাকে আগুন ধরিয়ে দেয়। চালক পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সোমবার সকালে ট্রাকের চালক বলেছেন, কুসমাহি সাইডিংয়ে আমি কয়লা নিয়ে এসেছিলাম, সেই সময় ৪ জন এসে ট্রাক থামিয়ে দেয়। আমার মোবাইল কেড়ে নিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।