Jharkhand

2 hours ago

Durga immersion turns violent: দুর্গাপূজা বিসর্জনে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৭

Durga immersion turns violent (Symbolic picture)
Durga immersion turns violent (Symbolic picture)

 

পশ্চিম সিংভূম, ৪ অক্টোবর  : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের দুর্গাপূজা বিসর্জনে ভয়াবহ সংঘর্ষ ঘটে। শুক্রবার গভীর রাতে চক্রধরপুরে বিসর্জনের সময় দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে বচসা শুরু হয় যা পরে সংঘর্ষের রূপ নেয়। জানা গিয়েছে, রেলওয়ে হরিজন বস্তি দুর্গাপূজা কমিটি ও অপর একটি পুজো প্যান্ডেলের সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডা ক্রমে হাতাহাতি ও ছুরিকাঘাতে পরিণত হয়।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে , বিসর্জনের শোভাযাত্রার সময় হঠাৎ দুই পক্ষের মধ্যে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। ঘটনায় মোট সাতজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে রিকি মুখীর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত রিকিকে তৎক্ষণাৎ রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন ধ্রুব মুখী, গোবিন্দ মুখী, দিনেশ মুখী, অতুল মুখী, অমন মুখী ও অজয় মুখী হাসপাতালেই চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১৫ জন হামলাকারী হঠাৎই হরিজন বস্তির দলের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনার খবর পেয়ে চক্রধরপুর থানার পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর থেকে হরিজন বস্তি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা হাসপাতালে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।

You might also like!