Country

2 weeks ago

NIA : জম্মুর আট জায়গায় তল্লাশি এনআইএ-র

NIA
NIA

 

জম্মু, ২১ নভেম্বর  বৃহস্পতিবার জম্মুর আটটি জায়গায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ সংক্রান্ত তদন্তের জন্য এই অভিযান বলে জানা গেছে।

সূত্রের খবর, পুলিশ এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফ-কে সঙ্গে নিয়ে রিয়াসি, ডোডা, উধমপুর, রামবান এবং কিশতওয়ার-সহ বেশ কয়েকটি জেলায় অনুসন্ধান চালায় এনআইএ–র আধিকারিকরা । জানা যাচ্ছে, অভিযানের উদ্দেশ্য একদিকে যেমন জঙ্গি অনুপ্রবেশ সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করা, পাশাপাশি আগামিদিনে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বন্ধ করা। অভিযান এখনও জারি আছে বলে জানা গেছে।

You might also like!