Country

1 hour ago

Dense Fog Disrupts Flights: উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশা, রেল ও বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা

Fog at IGI airport
Fog at IGI airport

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : বিগত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতাও প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদে দৃশ্যমানতা পৌঁছেছে ১০০ মিটারের নীচে।

এদিকে, শুক্রবার সকালে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশার একটি পুরু আস্তরণ দেখা যায়| এর ফলে দৃশ্যমানতা কমে গেছে| ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্কতা জারি করেছে| তাদের তরফে জানানো হয়েছে যে, কুয়াশার জেরে এদিন রেল ও বিমান চলাচল ব্যাহত হতে পারে। এদিন ভোর ৫:৩০ মিনিটে উত্তর প্রদেশের আগ্রা, বরেলি, সাহারানপুর এবং গোরক্ষপুর; পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা এবং আদমপুর; দিল্লির সফদরজং; হরিয়ানার আম্বালা; মধ্যপ্রদেশের গোয়ালিয়র; বিহারের ভাগলপুর; এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে শূন্য দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে।

You might also like!