ম্যানচেস্টার, ২৭ জানুয়ারি : রবিবার রাতে ক্রেভেন কটেজে ফুলহ্যামকে ১-০ গোলে হারাল ম্যানইউ। ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও ৭৭ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি দুটি দলই। শেষ পর্যন্ত ম্যাচের ৭৮ মিনিটে গোলের দেখা পায় ইউনাইটেড। দলের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোলটি পায়। ম্যাচের শেষ ১২ মিনিট আর গোল কোনও দলই পায়নি। ফলে ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে ফুলহ্যাম। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে লিভারপুল।