International

23 hours ago

Donald Trump: আমেরিকাকে নিরাপদ রাখাই বিদেশ নীতিতে অগ্রাধিকার : ডোনাল্ড ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২১ জানুয়ারি: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প জানিয়ে দিলেন, আমেরিকাকে নিরাপদ রাখাই হবে তাঁর বিদেশ নীতির অন্যতম প্রধান অগ্রাধিকার। ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে কার্যনির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করার ফাঁকে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এ বিষয়ে আমি শীঘ্রই পদক্ষেপ নেব। আমি প্রেসিডেন্ট হলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুই হতো না।" ডোনাল্ড ট্রাম্প আরও জানান, "গত সপ্তাহেই প্রেসিডেন্ট শি-র সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে।"

You might also like!