International

6 hours ago

Karachi Earthquake: ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল করাচি

Earthquake shook Karachi
Earthquake shook Karachi

 

করাচি, ১৬ ডিসেম্বর : সোমবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় করাচি এবং আশেপাশের এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২ মাত্রার। করাচির বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে চুন্দ্রিগড় রোড, সদর, ক্লিফটন, টিপু সুলতান রোড, পেহলওয়ান গোথ এবং বাহরিয়া টাউনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে পবিত্র কোরআনের আয়াত পাঠ শুরু করে। করাচিতে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইসলামাবাদ) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল করাচির ৮৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ১২ কিলোমিটার গভীরে। এর আগে, বেলুচিস্তান প্রদেশের সিবি এবং আশেপাশের এলাকায় ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিবি থেকে ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ১১ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, আরব সাগরের উপকূলে অবস্থিত করাচি পাকিস্তানের বৃহত্তম শহর। এটি পাকিস্তানের প্রধান শিল্প ও আর্থিক কেন্দ্র, পাশাপাশি এর প্রধান বন্দরও। এটিকে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী বলা হয়।

You might also like!