ব্রাসেলস, ২৫ জানুয়ারি : বিশ্বের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া। দোমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে দেড় বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে। দলে তাঁকে পেতে উন্মুখ বেলজিয়ামের নতুন কোচ রুদি গার্সিয়া। শুক্রবার গার্সিয়া বলেন, কোর্তোয়ার ফেরার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তিনি।
জাতীয় দলের নেতৃত্বের জন্য সেই সময়ের কোচ উপেক্ষা করায় ২০২৩ সালের জুন থেকে দেশের জার্সি পরে আর খেলছেন না কোর্তোয়া। চলতি মাসের শুরুতে তেদেস্কোকে ছাঁটাই করেছে বেলজিয়াম। এতে খুলে গেছে এই গোলরক্ষকের জাতীয় দলে ফেরার সুযোগ।