দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেম’ সমৃদ্ধ হলো ক্লার্ককে পেয়ে। তার নান্দনিক ব্যাটিং, দুর্দান্ত সব ইনিংস, হাজার হাজার রান, স্মরণীয় সব সেঞ্চুরি, গুরুত্বপূর্ণ উইকেট আর সাহসী ও আগ্রাসী নেতৃত্ব এর জন্য মাইকেল ক্লার্ক এই জায়গায় স্থান করে নিলেন।'হল অব ফেমে’ জায়গা পাওয়া ৬৪তম ক্রিকেটার হলেন ক্লার্ক।১১৫ টেস্ট খেলে ৪৯.১০ গড়ে ৮৬৪৩ রান করেছেন তিনি, সেঞ্চুরি ২৮টি। তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ারটেস্ট ইতিহাসে স্রেফ পাঁচজনের।
ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি ২০১২ সালে ভারতের বিপক্ষে সিডনিতে খেলেন ৩২৯ রানের ইনিংস। ওই সিরিজে আরেকটি ডাবল সেঞ্চুরি-সহ ওই বছরে তিনি মোট চারবার দুশো ছোঁয়া পেয়েছিলেন। এক পঞ্জিকাবর্ষে চারটি দ্বিশতকের তার একমাত্র কীর্তি সেটি এখনও রয়েছে অক্ষত ।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যানও হয়েছিলেন তিনি। ২০১১ সালে ক্লার্ককে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। ২০১৩-১৪ অ্যাশেজে তার নেতৃত্বেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।
টেস্টের মতো ওয়ানডেতেও তিনি সফল। ২৪৫ ওয়ানডে খেলে ৪৪.৫৮ গড়ে প্রায় ৮ হাজার রান করেন। রয়েছে ৮ সেঞ্চুরি ও ৫৮ হাফ সেঞ্চুরি । ২০১৫ সালে তার নেতৃত্বে বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া।ডানহাতি ব্যাটসম্যান হলেও বোলিং করতেন বাঁহাতে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৯৪টি উইকেট রয়েছে।ফিল্ডার হিসেবে তিনি ছিলেন বিশ্বসেরাদের একজন। তিন সংস্করণ মিলিয়ে তিনি ক্যাচ নিয়েছেন ২৫৩টি।