বিকি মান্না (হুগলী) :- শীত মানেই বাঙালির কাছে উৎসব , আর এই শীতের দিনগুলোকে উপভোগ করাতে সিঙ্গুর বাসীর জন্য উদ্বোধন হয়ে গেল সিঙ্গুর মেলা ২০২৫, জাতীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা কে উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, এই মেলায় এ বছর ২২ তম বর্ষে পদার্পণ করেছে, রয়েছে প্রায় ২০০র বেশি স্টল যাতে পাওয়া যাবে মহিলাদের সাজার জিনিস থেকে শুরু করে, সংসারে যাবতীয় জিনিসপত্র, ভোজন রসিক বাঙ্গালীদের মন ভরানোর জন্য হয়েছে বিশেষ বিশেষ ধরনের খাবার, কথায় রয়েছে না, যা পাওয়া যায় না দোকানে তা পাওয়া যায় মেলায় , তাই মানুষের উপচে পড়া ভিড় এসে পড়ে সমস্ত মেলায়, আগামী ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়িকা করবী মান্না, প্রখ্যাত ফুটবলার তথা হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, আরামবাগে সাংসদ মিতালী বাগ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলা সিরিয়ালের মিঠাই, সহ একাধিক গুণীজন ব্যক্তি বর্গরা, আগামী কয়েক দিন এই মেলায় কয়েক লাখ দর্শকের উপচে পড়া লক্ষ্য করা যাবে, পাশাপাশি প্রতিদিনই সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই মেলার স্বয়নিকা উদ্বোধন করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ।