সান্তিয়াগো, ২৩ জানুয়ারি : সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে ৫-১ গোলে জিতেছে রিয়াল, সালসবুর্ককের বিরুদ্ধে। আর সেই সঙ্গে সালসবুর্ককে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে যাওয়ার আশা রাখল কার্লো আনচেলত্তির দল। রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র দুটি করে গোল করেন। আর একটি গোল করেন কিলিয়ান এমবাপে।
মঙ্গলবার প্রথম পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে এমবাপে-ভিনিসিউসরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ ব্রেস্ত। সরাসরি শেষ ১৬-তে জায়গা পাওয়ার আশা কিছুটা ফিকে হয়ে গেছে রিয়ালের। শেষ রাউন্ড পর্যন্ত সামান্য সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে সালসবুর্কের বিরুদ্ধে কেবল জিতলেই হতো না তাঁদের, ব্যবধানটাও করতে হতো বড়। সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নসরা। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক লাফে ৬ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছে রিয়াল। সমান ১২ পয়েন্ট নিয়ে তাঁদের ওপরে জার্মানির দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড।