Country

12 hours ago

Amit Malvya: “ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’’, মন্তব্য বিজেপি-র মালব্যর

Amit Malvya
Amit Malvya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘‘আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়া ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’’বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও রায়ের প্রতিক্রিয়া এরকমই।দলের আই টি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, ‘‘কলকাতা পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁরা প্রমাণ লোপাটে এবং অপরাধ চাপা দেওয়ার চেষ্টায় যুক্ত ছিলেন, এই সাজা ঘোষণা তাঁদের দোষস্খালন করছে না।’’

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘আমরা চাইব সর্বোচ্চ সাজা হোক।’’ কিন্তু শুধু সঞ্জয়ের নয়, আরও অনেকেরই সাজা হওয়ার কথা ছিল বলে ইঙ্গিত সুকান্তবাবুর। তাঁর কথায়, ‘‘যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই পাঁচ দিনে কী কী তথ্যপ্রমাণ কোথায় গিয়েছে, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যদি সঠিক তথ্যপ্রমাণ থাকত, তা হলে আরও কী কী হত, তা এখন আর বোঝার উপায় নেই।’’

You might also like!