Country

3 hours ago

RPF : আরপিএফ-এর হাতে আটক ১৮ জন অবৈধ অনুপ্রবেশকারী, উদ্ধার ৯০ নাবালক-নাবালিকা এবং দুই মহিলা

18 illegal infiltrators arrested by RPF
18 illegal infiltrators arrested by RPF

 

গুয়াহাটি, ১৩ জানুয়ারি  : গত ডিসেম্বর (২০২৪)-এ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) আগরতলা রেলওয়ে স্টেশনে পৃথক অভিযান চালিয়ে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং এক এজেন্টকে আটক করেছে। এছাড়া গত মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশন থেকে ৯০ জন নাবালক-নাবালিকা এবং দুই মহিলাকে উদ্ধার করেছে আরপিএফ। উদ্ধারকৃত নাবালক-নাবালিকাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর জানিয়েছেন। প্রেস বার্তায় তিনি জানান, ২২ ডিসেম্বর (২০২৪) আগরতলার আরপিএফ ও জিআরপিএফ এবং বদরপুরের এসআইবির যৌথ দল আগরতলা রেলওয়ে স্টেশনে এক রুটিন তল্লাশি অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে ওই তিন অবৈধ অনুপ্রবেশকারীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

১৯ ডিসেম্বর (২০২৪) গুয়াহাটির আরপিএফ/এসআইবি ও কামাখ্যার আরপিএফ টিম কামাখ্যা রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় তাঁরা কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে তিনজন পলাতক নাবালক-নাবালিকাকে উদ্ধার করে। পরে নাবালক-নাবালিকাদের ঠিকানা নিশ্চিত করার পর তাদের নিরাপদ হেফাজতের জন্য চাইল্ড লাইন, গুয়াহাটির কাছে হস্তান্তর করা হয়। একইভাবে ২৯ ডিসেম্বর (২০২৪) রাঙাপাড়া নর্থ-এর আরপিএফ টিম নিয়মিত তল্লাশির সময় তিনজন পলাতক নাবালক-নাবালিকাকে উদ্ধার করে। তাদের নিরাপদ হেফাজতের জন্য চাইল্ড লাইন, তেজপুরের কাছে তুলে দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে মধ্যে নয়জন মানব পাচারকারীকে গ্রেফতার করার পাশাপাশি ৯০৬ জন নাবালক-নাবালিকা এবং ৬১ জন মহিলাকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত শিশু/মহিলাদের সংশ্লিষ্ট চাইল্ড লাইন/এনজিও, অভিভাবক এবং সরকারি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী ওই সময়কালে ৩০০-এর বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে।

স্টেশন ও ট্রেনগুলিতে নিয়োজিত আরপিএফ কর্মীরা সবসময় সতর্ক থাকেন এবং সীমান্ত অঞ্চল থেকে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধেও সর্বদা সতর্ক নজরদারি রাখেন। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের জন্য রেলওয়ে স্টেশন ও ট্রেনগুলিতে আরপিএফ নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। আরপিএফ যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাওয়া, মানবপাচারের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি রাখার পাশাপাশি উপযুক্ত অভিভাবক ছাড়া শিশুর সন্দেহজনক চলাচল, একা ভ্রমণ করা ইত্যাদি ঘটনার ওপরও সতর্ক দৃষ্টি রেখে চলেছে, বলা হয়েছে প্রেস বার্তায়।

You might also like!