Entertainment

4 hours ago

Saif Ali Khan Attack: প্রাণ বাঁচিয়েছেন সইফের, পুলিশের মুখোমুখি হলেন সেই অটোচালক

Saif Ali Khan (Symbolic picture)
Saif Ali Khan (Symbolic picture)

 

মুম্বই, ১৮ জানুয়ারি : অভিনেতা সইফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলার পর, অভিনেতাকে নিজের অটোতে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন লীলাবতী হাসপাতালে। সঠিক সময়ে হাসপাতালে না নিয়ে যাওয়া হলে, হয়তো খারাপ কিছু হতেই পারত! সেই অটো চালক শনিবার মুম্বই পুলিশের মুখোমুখি হয়েছেন।

শনিবার বান্দ্রা থানায় আসনে অটো চালক ভজন সিং রানা, তাঁকে বেশ কিছু সময় থানায় দেখা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে যান তিনি। অটোচালক ভজন সিং রানা বলেছেন, "আমাকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় ডাকা হয়েছিল। আমি সেই রাতে টাকাপয়সা নিয়ে ভাবিনি, এখনও পর্যন্ত কারিনা কাপুর অথবা অন্য কারও সঙ্গে আমার যোগাযোগ করা হয়নি। তাঁদের সঙ্গে আমার কোনও কথা হয়নি।"


You might also like!