Country

6 hours ago

PM pays tribute sardar patel:সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, একতা দিবসে দিলেন ঐক্যের বার্তা

PM pays tribute sardar patel
PM pays tribute sardar patel

 

নয়াদিল্লি, ৩১ অক্টোবর : জন্মজয়ন্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গুজরাটের কেভাড়িয়ার একতা নগরে সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেভাড়িয়ার প্যারেড গ্রাউন্ডে একতা দিবসের প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী। একতার শপথও নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "ভারত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। তিনি ছিলেন ভারতের একীকরণের মূল চালিকাশক্তি, যার ফলে তিনি আমাদের দেশের গঠনমূলক ভাগ্য গঠন করেছিলেন। জাতীয় অখণ্ডতা, সুশাসন এবং জনসেবার প্রতি তাঁর অটল অঙ্গীকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমরা ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের তাঁর দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রাখার জন্য আমাদের সম্মিলিত সংকল্পকেও পুনর্ব্যক্ত করছি।"

You might also like!