কাবুল, ১৩ জানুয়ারি : আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) রবিবার রাতে ঘোষণা করেছে যে হাশমতুল্লাহ শাহিদি আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে জাতীয় দলের নেতৃত্ব দেবেন।গোড়ালির ইনজুরির থেকে সুস্থ হয়ে টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান দলে ফিরেছেন। তবে মুজিব উর রহমান ও রহস্যময় স্পিনার এ এম গজানফরও বাদ পড়েছেন।বোলিং ইউনিট শক্তিশালী হয়েছে তারকা রশিদ খানের পাশাপাশি অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং পেসার ফজলহক ফারুকীর উপস্থিতিতে। স্কোয়াডে সেদিকুল্লাহ অটলও রয়েছে, যিনি সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি ( অধিনায়ক ), রহমত শাহ ( সহ অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার ), ইকরাম আলীখিল (উইকেট কিপার ), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নূর আহমদ, ফজল হক, ফারুকী, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: দরবেশ রসুলী, নাঙ্গিয়াল খারোতি এবং বিলাল সামি।