দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তামিল সিনেমার অন্যতম বড় নাম অজিত কুমার।তামিল চলচিত্রে তাঁর আকর্ষণীয় উপস্থিতি এবং তুখোড় অভিনয় দক্ষতার জোরে তিনি এখনও ভক্তদের কাছে জনপ্রিয়। সম্প্রতি দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হল জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমারকে। ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলেই তাঁর ম্যানেজার জানিয়েছেন। দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে সেখানে গিয়েছেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েরও অনুরক্ত। আর তাই প্রথমবার তাঁর রেসিং দল নিয়ে যোগ দিতে এসেছেন এই প্রতিযোগিতায়। আর তারই অনুশীলন চলছিল।
এই প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তাঁর অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।
ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এই দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা গেছে, অজিতের গাড়িটি ধাক্কা খাওয়ার পরে সাতবার ঘুরেছে। দুর্ঘটনার পর, চিকিৎসা কর্মীরা দ্রুত অভিনেতাকে উদ্ধার করেন এবং সতর্কতামূলক চেক-আপের জন্য তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সৌভাগ্যক্রমে, অজিত কুমার অক্ষত ছিলেন, এই প্রসঙ্গে অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, "তিনি একেবারেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায়, তার কিছুই হয়নি। তিনি ফিট এবং ভালো আছেন। খুব সম্ভবত, তিনি আগামীকাল অনুশীলনের জন্য ফিরবেন।" তিনি আরও বিশদভাবে জানান যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, অজিতকে অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল,তাই "চিন্তার কিছু নেই," এছাড়াও তিনি বলেছেন,ভক্তদের প্রার্থনা তাঁর সঙ্গে আছে।
প্রসঙ্গত, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তাঁর প্যাশন। মুম্বই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। এদেশের রেসারদের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অল্প কয়েকজন প্রতিযোগীদের মধ্যে তিনি একজন। জার্মানি এবং মালেয়েশিয়া-সহ বিভিন্ন দেশে রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। বিভিন্ন রেসিং ইভেন্টে আজিত কুমারের নাম চ্যাম্পিয়ন হিসাবে উঠে এসেছে বারবার।