Country

8 hours ago

Lohri festival: সাড়ম্বরে উদযাপিত লোহরি উৎসব, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির

Lohri festival celebration in india (Symbolic picture)
Lohri festival celebration in india (Symbolic picture)

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : পঞ্জাব-সহ উত্তর ভারতে সোমবার ফসল কাটার উৎসব লোহরি উদযাপিত হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো এই উৎসবেও আগুন জ্বালিয়ে মানবজাতির সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। সাধারণ মানুষ আগুনের চারপাশে ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন, চলে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে উপহার বিনিময়।

পৌষের সমাপ্তির পাশাপাশি সূর্যের উত্তরমুখী যাত্রা উত্তরায়ণের সূচনার প্রতীক এই উৎসব। উত্তর ভারতে বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি, জম্মু ও চণ্ডীগড়ে ফসল কাটার উৎসব লোহরি পালিত হয়। এই উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

You might also like!