West Bengal

1 day ago

Sevasram wins peoples heart: মানুষের মন জয় করেছে সেবাশ্রয়, ৬ দিনে চিকিৎসা সুবিধা পেয়েছেন ৮১ হাজার মানুষ

Sevashray (Symbolic picture)
Sevashray (Symbolic picture)

 

কলকাতা, ৮ জানুয়ারি : স্বাস্থ্য পরিষেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এটি মডেল কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। সম্প্রতি এমনটাই দাবি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। 

বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। জানা গিয়েছে, ছ’দিনে ইতিমধ্যেই ৮১ হাজার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।


You might also like!