kolkata

2 hours ago

Kolkata Metro: মহালয়ায় বাড়তি মেট্রো ব্লু লাইনে, খুশি যাত্রীরা!

Kolkata Metro
Kolkata Metro

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির সেরা উৎসবের সূচনা সময় এসেই গেছে। আগামী রবিবার মহালয়া ও দেবীপক্ষের শুরু, ভরপুর শারদোৎসবের মেজাজে মাতবে  বাংলার প্রতিটি প্রান্ত। মহালয়া এবং পুজোর আগে শেষ রবিবার হওয়ায় ডবল ছুটির আমেজ থাকবে। পুজোর প্রস্তুতি সহ বাকি কাজও ওইদিন শেষ করতে মরিয়া উৎসবপ্রেমীরা। তাই পথঘাটে রেকর্ডসংখ্যক ভিড় থাকবে বলে আশা করা যাচ্ছে। এই পরিস্থিতি মাথায় রেখে রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ১৮২টি মেট্রো চলবে, যা সাধারণ রবিবারের তুলনায়  অনেক বেশি। আরও সুখবর, সপ্তাহের বাকি ছ’দিনের মতো সকাল ৬.৫০ ও ৬.৫৫ থেকে মেট্রো চলবে। বৃহস্পতিবার মেট্রোর এই বিজ্ঞপ্তি জারি হওয়ায় যাত্রীরা স্বাভাবিকভাবেই খুশি। 

এদিন কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়তি মেট্রো চলবে ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন। ওইদিন রবিবার হলেও দেবীপক্ষ সূচনার কথা মাথায় রেখে আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত। অন্যান্য রবিবার এই লাইনে দিনভর ১৩০ টি মেট্রো চলে। কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই। আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের মধ্যে। 

সুখবর এখানেই শেষ নয়। অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯.৫০-এর আগে মেট্রো পাওয়া যায় না। কিন্তু মহালয়ার দিন সকাল ৬টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে। আর দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরামে সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল নেই ওইদিন। ফলে মেট্রোর জন্য দীর্ঘ ১৫ মিনিট অপেক্ষা নয়, মহালয়ায় বাইরে বেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে নিশ্চিন্তে মেট্রোপথ ধরুন।

You might also like!