হাওড়া, ১৩ জানুয়ারি : পিকনিক থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর যখন হয়েছেন এক বাইক আরোহী। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়।
এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘিরে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পরে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি-সহ চালককে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।