Game

6 hours ago

Saudi Pro League: নতুন বছরে মাঠে নেমেই রোনাল্ডোর গোল

Cristiano Ronaldo (Symbolic picture)
Cristiano Ronaldo (Symbolic picture)

 

রিয়াদ, ১০ জানুয়ারি : সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল-ওখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। স্পটকিক থেকে গোল করেছেন রোনাল্ডো। বাকি দুটি গোলই করেছেন সেনেগালের তারকা সাদিও মানে। ম্যাচের শুরুটা ভালো হয়নি আল নাসরের। ম্যাচের ৬ মিনিটে আল-ওখদুর-এর স্যাভিয়র গাডউইনের করা গোলে পিছিয়ে পড়ে আল নাসর। তবে স্বাগতিকরা গোল শোধ দিতে বেশিক্ষণ সময় নেয়নি। ২৯ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান সাদিও মানে। ৪২ মিনিটে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় আল নাসর। সেই স্পটকিক থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগে এই নিয়ে টানা ৪ ম্যাচে গোল করার ফলে রোনাল্ডোর গোল সংখ্যা হল ৯১৭।আর নির্ধারিত সময়ের দুই মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন মানে। দুর্দান্ত এক হেডে গোলটি করেন সেনেগালিজ তারকা। এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আল-নাসর। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ। আর সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল-হিলাল।

You might also like!