টটেনহ্যাম, ৬ জানুয়ারি : টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২১ বছর বয়সী চেক গোলরক্ষক আন্তোনিন কিনস্কি। স্লাভিয়া প্রাগ থেকে তাঁকে দলে আনতে প্রায় ১৭৮ কোটি টাকা (১২.৫ মিলিয়ন ইউরো) খরচ করেছে স্পার্স।
ক্লাবের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন কিনস্কি। তবে তাঁর মাঠে নামা নির্ভর করছে আন্তর্জাতিক ক্লিয়ারেন্স এবং ওয়ার্ক পারমিটের অনুমতির ওপর।
কিনস্কি স্লাভিয়া প্রাগের হয়ে এই মরসুমে ২৯ ম্যাচে ১৪টি ক্লিন শিট রাখার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। ২০২১ সালে ডুকলা প্রাগ থেকে যোগ দেওয়ার পর ধারে খেলে নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি। বর্তমানে চেক রিপাবলিক অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করছেন এই প্রতিভাবান গোলরক্ষক।