বার্সেলোনা, ৫ জানুয়ারি : কোপা দেল রে'র কোয়াটার ফাইনাল ম্যাচে শনিবার চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দেপোর্টিভা বারবাস্ট্রোর বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় পেল বার্সেলোনা। বছরের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লেভানডোভস্কি। বাকি গোল দুটি করেন এরিক গার্সিয়ার ও তোরে।নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।