kolkata

1 day ago

Suvendu Adhikari: “বামপন্থার বস্তা পচা মনোভাবকে ধিক্কার জানাই”, তোপ শুভেন্দুর

Suvendu Adhikari (Symbolic picture)
Suvendu Adhikari (Symbolic picture)

 

কলকাতা, ৭ জানুয়ারি : হিন্দু ধর্মের আরাধ্য দেব দেবীদের নিয়ে সিপিএম সাংসদ তথা আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচাৰ্যর বেশ কিছু আপত্তিকর মন্তব্যের কড়া প্রতিবাদ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিকাশবাবুর বক্তৃতার ৪ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও যুক্ত করে মঙ্গলবার এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “হিন্দু ধর্মে বিশ্বাসী লোকজনের ভাবাবেগে আঘাত হেনে নিজেকে একজন ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠিত করার জন্য এর আগেও প্রকাশ্যে নানারকম কৌশলজনিত চমকপ্রদ কান্ড কারখানা করে দেখিয়েছেন। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন মেলেনি। ওনার ও ওনার দলের প্রাপ্ত ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে !

বিকাশবাবু আবারও হিন্দু ধর্মের আরাধ্য দেব দেবীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর, অপমানজনক ও ঘৃণ্য মন্তব্য করেছেন। তিনি বলেছেন দেবতারা অশিক্ষিত, তিনি মা কালী কে ডাকাত বলছেন সিদ্ধিদাতা শ্রীগণেশ, দেব সেনাপতি কার্তিক'কে চোর বলছেন।

আমি বিকাশবাবুকে বলতে চাই সেকুলারিজমের নামে আপনারা হিন্দু ধর্মের আস্থা এবং বিশ্বাসের উপর আঘাত হানা বন্ধ করুন। হিন্দুরা সহনশীল, তাই আমাদের ধর্ম নিয়ে এবং আমাদের আস্থা, বিশ্বাস বা উপাস্য দেবদেবীদের নিয়ে সমালোচনা করা সহজ।

এই রকম যদি অন্য কোনো ধর্মের বিশেষ করে সংখ্যালঘুদের আস্থা নিয়ে আপনি বলতেন এতক্ষণে আপনি নিজের বাসভবন থেকে বেরোতে পারতেন কিনা সন্দেহ। সেকুলারিজমের নামে আপনাদের এই হিন্দু বিরোধী রূপ ও বিদ্বেষ এখন মানুষের সামনে উন্মুক্ত। তাই পশ্চিমবঙ্গের জনগন আপনাদের আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাদের অস্থিত্ব এখন ‘নোটা’-র থেকেও নীচে এসে দাঁড়িয়েছে।

আমি শুধু আপনাকে সাবধান করতে চাই আপনি সনাতন ধর্মের অনুসারীদের, হিন্দুদের আস্থা ও বিশ্বাসে এই ধরনের আলপটকা মন্তব্য করা বা আঘাত হানা বন্ধ করুন। নয়তো মানুষ মনে করবে যে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।”

You might also like!