Game

1 day ago

Ricky Ponting & Bumrah: বুমরাহতে মুগ্ধ রিকি পন্টিং

Ricky Ponting & Bumrah (Symbolic picture)
Ricky Ponting & Bumrah (Symbolic picture)

 

সিডনি, ৬ জানুয়ারি : বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে পারেনি ভারত। তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ জানিয়ে দারুণ লড়াই করেছে তারা। এই লড়াইয়ের কৃতিত্বের বেশিরভাগ বুমরাহ–র। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে তিনি সবার মন জয় করেছেন। সিরিজ জুড়ে বুমরাহর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রিকি পন্টিং মন্তব্য করেছেন, বুমরাহ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের প্রতি ম্যাচেই বোকা বানিয়েছেন। তিনি আরও বলেন, সিরিজজুড়ে বুমরাহ ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ‘আতঙ্ক’। তবে শেষ ইনিংসে পিঠের সমস্যার কারণে বুমরাহ বোলিং করতে না পারায় ভারত শিরোপা ধরে রাখতে পারেনি।


You might also like!