Country

3 days ago

Jammu and Kashmir:চারিদিকে শুধুই বরফ, ১০ হাজার ফুট উচ্চতায় প্রহরায় সেনাবাহিনী

There is only snow all around, the army is guarding at a height of 10,000 feet
There is only snow all around, the army is guarding at a height of 10,000 feet

 

শ্রীনগর, ৩০ ডিসেম্বর : যেদিকে চোখ যায়, শুধুই বরফ আর বরফ। একইসঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা। তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেই অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের ডোডা সেক্টরে ১০ হাজার ফুট উচ্চতায় প্রহরায় রয়েছেন সোনাবাহিনীর জওয়ানরা।

বিগত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীরে। পাহাড় ঢেকে গিয়েছে বরফে। একইভাবে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের ডোডা সেক্টরেও পাহাড়ে বরফ জমে গিয়েছে। সোমবার সকালে ১০ হাজার ফুট উচ্চতায় কনকনে এই ঠান্ডার মধ্যেই টহল দেন সেনাবাহিনীর জওয়ানরা।

You might also like!