Country

2 days ago

Priyanka Kakkar: দেশের সীমান্তকে সুরক্ষিত রাখতে অপারগ কেন্দ্রীয় সরকার : প্রিয়াঙ্কা কক্কর

Priyanka Kakkar
Priyanka Kakkar

 

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিএসএফ-কেও আক্রমণ করেছেন। মমতা এদিন প্রশাসনিক বৈঠকে বলেছেন, "বিএসএফ-এর সাহায্যে ইসলামপুর হয়ে, সিতাই হয়ে, চোপড়া হয়ে লোক ঢুকছে, আমাদের কাছে খবর আছে। প্রতিবাদ করছেন না কেন? সীমান্ত বিএসএফের হাতে। কেউ যদি মনে করে যে তারা বাংলায় অনুপ্রবেশ করছে এবং তৃণমূলকে অপমান করছে, তাদের সতর্ক করা হোক যে তৃণমূল কংগ্রেস এই কাজগুলি করবে না। বিএসএফের অন্যায়কে সমর্থন করে তৃণমূলের অপব্যবহার করবেন না।"

এ প্রসঙ্গে আম আদমি পার্টির নেত্রী ও মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। প্রিয়াঙ্কা বলেছেন, "হয় বিজেপি ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকারীদের দেশে বসতি দিচ্ছে অথবা কেন্দ্রীয় সরকার দেশের সীমানা সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে।"

You might also like!