Game

2 days ago

Australia's XI for the Sydney Test: সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে নতুন মুখ

Australia's XI for the Sydney Test
Australia's XI for the Sydney Test

 

সিডনি, ২ জানুয়ারি  : সিডনিতে জয় পেলেই যেমন দীর্ঘ এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলতে পারবে অস্ট্রেলিয়া। তেমনি একই সঙ্গে টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠবে তারা। তাই সিরিজের শেষ সিডনি টেস্ট অস্ট্রেলিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত, শুক্রবার থেকে এই টেস্ট শুরু হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ টেস্টের আগে পেসার মিচেল স্টার্ক এবং অলরাউন্ডার মিচেল মার্শকে নিয়ে অনিশ্চয়তায় ছিল অজিরা। শেষ পর্যন্ত স্টার্ককে নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। তিনি সিডনিতে খেলছেন। তবে ইনজুরি থাকার জন্য একাদশ থেকে বাদ গেছেন মার্শ।তার জায়গায় আসছেন তাসমানিয়ান অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। এটা তাঁর অভিষেক ম্যাচ। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:

স্যাম কনস্ট্যাস, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

You might also like!