দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁর কোনো মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় হুলুস্থুল পড়ে যায়। আগে এ নিয়ে মন খারাপ করতেন অভিনেত্রী। তবে এখন এসব কাটিয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, তাঁকে নিজের হয়ে দাঁড়াতে, লড়তে আর বলতে সাহস জুগিয়েছেন এক বলিউড অভিনেত্রী।
অনন্যা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন বয়স ছিল মাত্র ১৮ বছর। তখন জানতাম না বলিউডে কীভাবে কাজ করতে হয়। এখানকার কাজের ধরন সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। যে যা বলতেন, তাই মেনে চলতাম। কোনো বিষয়ে নিজের মত ব্যক্ত করতে দ্বিধা করতাম।
অনন্যা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন বয়স ছিল মাত্র ১৮ বছর। তখন জানতাম না বলিউডে কীভাবে কাজ করতে হয়। এখানকার কাজের ধরন সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। যে যা বলতেন, তাই মেনে চলতাম। কোনো বিষয়ে নিজের মত ব্যক্ত করতে দ্বিধা করতাম।
দীপিকার কাছ থেকে পাওয়া এই আত্মবিশ্বাস অনন্যাকে সিনেমা নির্বাচনেও সাহায্য করেছে। তাঁর ভাষ্যে, ‘দীপিকা আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেন। এই আত্মবিশ্বাস আমাকে ছবি নির্বাচনের ক্ষেত্রেও সাহায্য করছে। আগে আমি “না” বলতে বা কাউকে ফিরিয়ে দিতে পারতাম না। কিন্তু এখন কীভাবে “না’ বলতে হয়, তা আমি শিখে গেছি।’অনন্যাকে শেষ পর্দায় দেখা গেছে নেটফ্লিক্সের সিটিআরএল ছবিতে। এখন তিনি কল মি বের দ্বিতীয় মৌসুমের শুটিংয়ে ব্যস্ত। শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে একটা ছবিতে কাজ করবেন অভিনেত্রী। ধর্মা প্রোডাকশনের চাঁদ মেরা দিল ছবিতেও অনন্যাকে দেখা যাবে।