Horoscope

6 hours ago

Ketu Transit: গ্রহের খেলাতেই কেল্লাফতে! সূর্যের ঘরে কেতু, এক লহমায় বদলে যাবে এই ৪ রাশির জীবন ও ব্যাঙ্ক ব্যালেন্স

Ketu Transit 2025
Ketu Transit 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক;  জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে ছায়াগ্রহ কেতু প্রতি দেড় বছর অন্তর নিজের রাশি পরিবর্তন করে। কেতুকে সাধারণত 'নির্দয়' বা 'নির্মম' গ্রহ বলা হলেও, এর শুভ প্রভাবে মেলে মোক্ষ এবং আকস্মিক বিশাল ধনলাভ। গত ১৮ মে, ২০২৫ থেকে এই গ্রহ বক্রী অবস্থায় সূর্যের রাশি সিংহে অবস্থান করছে। আগামী ৫ ডিসেম্বর, ২০২৬-এ কেতু সিংহ রাশি ছেড়ে প্রবেশ করবে চন্দ্রের রাশি কর্কটে। কিন্তু তার আগেই, ২০২৬ সালের প্রথম দিকেই কেতুর এই শক্তিশালী অবস্থানের কারণে ৪টি রাশির জাতক-জাতিকার ভাগ্যে আসতে চলেছে বড় পরিবর্তন। এই 'পাপী গ্রহ'-এর কৃপায় কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, তা বিশদে জানুন।

বৃষ রাশিতে কেতুর প্রভাব

২০২৬-এ কেতুর প্রভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন বৃষ রাশির জাতকরা। বিনিয়োগ করে উল্লেখযোগ্য রিটার্ন পাবেন আপনি। মায়ের স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে। আচমকা আর্থিক লাভ হওয়ার কারণে ব্যাঙ্ক ব্যালান্স বাড়বে। কেরিয়ারে বড় উন্নতি করতে পারেন। বেতন বাড়বে, ব্যবসাতেও লাভ বাড়বে।

মিথুন রাশিতে কেতুর প্রভাব

কেতুর প্রভাবে আগামী বছর বিলাসবহুল জীবন কাটাতে পারবেন মিথুন রাশির জাতকরা। অর্থ উপার্জনের নতুন সুযোগ খুলে যাবে আপনার সামনে। কর্মরতরা নিজেদের পরিশ্রমের সম্পূর্ণ সুফল লাভ করবেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। তীর্থযাত্রায় যেতে পারেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া আগের চেয়ে ভালো হবে।

বৃশ্চিক রাশিতে কেতুর প্রভাব

নানা দিক থেকে ২০২৬-এ লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। পারিবারিক জীবন খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন। কেরিয়ারের জন্যও আগামী বছর আপনার জন্য শুভ। একের পর এক সাফল্য লাভ করবেন। যাঁরা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদেরও আয় ও সম্মান বাড়বে।

মীন রাশিতে কেতুর প্রভাব

নতুন বছরে লাভজনক ফল পাবেন মীন রাশির জাতকরা। তবে এই রাশিতে শনির সাড়ে সাতি দশা থাকবে আগামী বছরও। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। আয় বাড়বে, পাশাপাশি বিলাসিতার পেছনেও অতিরিক্ত খরচ করবেন। চ্যালেঞ্জ আসলেও তা কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের খেয়াল রাখা প্রয়োজন।

You might also like!